শুভ সময় রিপোর্টঃ
চাকরির পিছনে না দৌড়িয়ে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসি এমপি। তিনি বলেন, উদ্যোক্তারা তাদের খামারের উৎপাদিত পশুপাখি ও পণ্য সামগ্রী নিজেদের চাহিদা মিটানোর পাশাপাশি দেশের পুষ্টি চাহিদা পুরণ করার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায়।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় তিনি আরো বলেন,প্রাণী সম্পদ দেশের গুরুত্বপূর্ণ একটি সম্পদ। প্রতিবছর এই খাত থেকে বিশ ভাগ মানুষ জিডিপিতে অবদান রাখছেন। এছাড়াও নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
প্রাণিসম্পদে ভরবো দেশ , গড়বো স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান, সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল বিএ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম ডাঃ আতিকুর রহমানসহ অনেকে। পরে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে খামারীদের তৈরি করা বিভিন্ন খাদ্য সামগ্রী ও পশু পাখি প্রদর্শন করেন প্রধান অতিথি।
প্রদর্শনীতে বিভিন্ন খামারের মানিকগণ তাদের স্ব-স্ব খামারের পশুপাখি ও পণ্য সামগ্রী নানা রকম স্টল সাজিয়ে উপস্থাপন করেন।
এসময় মেধাবী শিক্ষার্থীদের মধীে ১০টি বাইসাইকেল এবং খামারিদের মধ্যে ১০ টি দুগ্ধ উৎপাদনকারী গ্রুপের মাঝে একটি করে মিল্কিন মেশিন বিতরণ করা হয়।
###
১৮ এপ্রিল ২০২৪ খ্রি.
ঢাকা.বাংলাদেশ