শুভক্ষণ রিপোর্টঃ
গাজীপুরের শ্রীপুরে আগুনে পুড়ে মরলো কৃষকের গরু, ছাগল, হাঁসমুরগি আর বসতবাড়ির তিনটি ঘর।অগ্নিকাণ্ডের ঘটনায় সব হারিয়ে পথ বসেছে কৃষক মোস্তাফা কামাল।
গত সোমবার রাত১০টারদিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের মৃত মনসুর আলীর ছেলে কৃষক মোস্তফা কামালের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কৃষক মোস্তাফা কামাল বলেন, সন্ধ্যায় গরু, ছাগল, হাঁসমুরগি গোয়াল ঘরে বেঁধে বাড়ির পাশে দোকানে চলে যাই। হঠাৎ করে গরু ছাগল হাঁসমুরগি চিৎকার শুনে আমার স্ত্রী ঘুম থেকে উঠে দেখে গোয়াল ঘরে আগুন জ্বলছে। এরপর সে ডাক চিৎকার শুরু করলে আমিসহ আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। এরপর রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে আমার তিনটি গরু, তিনটি ছাগল কতক হাঁসমুরগি আগুনে পুড়ে যায়। এই গরু ছাগল হাঁসমুরগি পুষে চলতো আমার সংসার। আমার বসতবাড়ির তিনটি কক্ষ, রুমের ভেতর থাকা সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এসব হাড়িয়ে আমি সর্ব শান্ত হয়ে গেলাম।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মাহমুদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কৃষকের আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা বলেন, বিষয়টি জেনেছি আমি সরজমিনে পরিদর্শনে যাব। এবিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতা করা হবে।
###
১৬ এপ্রিল ২০২৪ খ্রি.
গাজীপুর,বাংলাদেশ