গাজীপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল স্বামী স্ত্রীর
শুভক্ষণ রিপোর্টঃ
গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরে দ্রুতগামী বাসের টাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল স্বামী স্ত্রীর।
উপজেলার বাইপাস এলাকার উড়াল সেতুর নিচ দিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দ্রুতগামী এক বাসের নীচে চাপাপড়ে প্রাণ হারালেন নবদম্পতি তানজিন বকসি (২০) ও তার স্বামী হৃদয় হোসেন আসিফ(২৫)। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পহেলা বৈশাখ দিবাগত মধ্যরাতে।
নিহত তানজিন বকসী’র ফুফাতো ভাই শিপলু বকসী জানান,৬ মাস পূর্বে কালিয়াকৈরের বড়ইতলী এলাকার মোজাম্মেল হকের ছেলে আসিফ হোসেন হৃদয় এর সাথে একই উপজেলার বলিয়াদী বকসী বাড়ি এলাকার মরহুম মোজাম্মেল হক (মুক্তা) বকসী’র মেয়ে তানজিন বকসী’র সাথে পারিবারিকভাবে বিয়ে হয়।
গত পহেলা বৈশাখ রবিবার ওই নবদম্পতি বৈশাখী সাজ সেজে মোটরসাইকেল যুগে ঘুরতে বের হয়। সারাদিন বৈশাখের মেলাসহ নানা স্থানে ঘুরাঘুরির পর ওইদিন রাত সারে ১১ টার দিকে কালিয়াকৈর বাইপাস সংলগ্ন উড়াল সেতুর নিচে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা মাহি পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদেরকে চাপা দিলে স্বামী স্ত্রী উভয়েই গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তাদের এ মৃত্যুর সংবাদে মুহূর্তেই পরিবারসহ আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে গাজীপুরের নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন জানান,দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। নিহতদের স্বজনদের অনুরোধে মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
###
শুভক্ষণ,১৫ এপ্রিল ২০২৪
গাজীপুর, বাংলাদেশ