গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়েছে।
আবহমান বাংলার ঐতিহ্যের বর্ষবরণ উৎসব নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। বাঙালিয়ান পোশাকে সুসজ্জিত হয়ে মঙ্গল শোভাযাত্রা ও মূনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি সার্বজনীন করে উদযাপন করা হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে দশটার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসার উপস্থিতিতে একটি মঙ্গল শোভাযাত্রা পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা পুরানো দিনের নানা ঐতিহ্যের চিরায়ত গ্রাম বাংলার রঙবেরঙের গুড়ি, লাঙ্গল, মই, হালের গরু, জুয়াল, একতারা, বেত ও বাঁশের হাতের তৈরি নানা রকম উপাদান নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়।
শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদ, শ্রীপুর থানা, পৌরসভাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এবং নানা শ্রেণী পেশাজীবীর মানুষ অংশ নেয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বর্ষবরণের নানা রকম সঙ্গীতের মাধ্যমে বর্ষবরণ পালন করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, শোভন রাংসা বলেন,পহেলা বৈশাখ বাঙালির ইতিহাস ঐতিহ্য ও প্রাণের উৎসব।জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ উৎসব সার্বজনীনভাবে পালন করা হয়েছে। এ বর্ষবরণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্ম বাঙালির হাড়িয়ে যাওয়া ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখবে। তিনি শ্রীপুর উপজেলা বাসিকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।
###
১৪ এপ্রিল ২০২৪ খ্রি.