আজ
|| ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গাজীপুর সিটি নির্বাচন: অবশেষে জাহাঙ্গীরের মঞ্চে আজমত উল্লা
প্রকাশের তারিখঃ ২৬ এপ্রিল, ২০১৮
গাজীপুর সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দের দুইদিন পর আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে প্রচরাণায় নামলেন মনোনয়ন বঞ্চিত ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান। নানা আলোচনা সমালোচনার মুখে বৃহস্পতিবার প্রচারণায় অংশ নিয়ে আজমত উল্লা নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য অনুরোধ করেন নগরবাসীকে।
একই মঞ্চে জাহাঙ্গীরের পাশে দাঁড়িয়ে নৌকা প্রতীকে ভোট চাওয়ার মধ্য দিয়ে এদিন আজমত উল্লা খান আনুষ্ঠানিকভাবে নৌকার পক্ষে প্রচারণা শুরু করেন।
নৌকার প্রার্থী জাহাঙ্গীরের প্রচরাণায় আজমতকে দেখে হাজার হাজার উৎফুল্ল নেতাকর্মী স্লোগান দিতে থাকেন। দুই নেতাকে একসঙ্গে প্রচারণার ময়দানে পেয়ে দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।
বেলা সাড়ে ৩টায় মহানগরের ৩৮নং ওয়ার্ডের কুনিয়া বড়বাড়ি এলাকার জয়বাংলা সড়ক এলাকা থেকে তারা প্রচারণা শুরু করেন। বড়বাড়ি এলাকায় এক পথসভায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে প্রচারণা চালাচ্ছি। আমাদের এই বিশাল মিছিলই বলে দেয় আগামী ১৫ মে জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয় সুনিশ্চিত।
তিনি আরও বলেন, নৌকা তথা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে জয়ী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে আমরা রাজি আছি।
দক্ষিণ খাইলকুর বাহার মার্কেটের সামনে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় আজমত উল্লা খান ও জাহাঙ্গীর আলমকে পেয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। পরে ওই দুই নেতা ৩২ এবং ৩৩ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান।
সূত্র: সমকাল।
Copyright © 2024 শুভ সময়. All rights reserved.